ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

কুভিকসাসের নতুন সভাপতি সুমন, সম্পাদক মারুফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
কুভিকসাসের নতুন সভাপতি সুমন, সম্পাদক মারুফ সাইফুল ইসলাম সুমন ও আবদুল্লাহ আল-মারুফ

কুমিল্লা: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) পালাবদল হয়েছে।  

মঙ্গলবার (৫ নভেম্বর) সভাপতি সাইফুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মারুফসহ ১১ জনের কমিটি ঘোষণা দেয় কার্যনির্বাহী কমিটির ১৬তম সভার জুরিবোর্ড।

গঠনতন্ত্রের ধারা-৪, উপ-ধারা-ঙ মোতাবেক জুরিবোর্ডের সদস্য ও উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৪-২৫ বর্ষের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা করা।  

সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক আনোয়ার হোসেন, সদ্য সাবেক সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহ মিয়াজীর সাক্ষারিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) কার্যনির্বাহী কমিটি-২০২৪-২৫ গঠন করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের ধারা-৪ এর উপধারা (ঙ) অনুযায়ী জুরিবোর্ড সদস্য ও উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে নিম্নোক্ত ১১ সদস্যকে ২০২৪-২৫ বর্ষের জন্য অনুমোদন দেওয়া হলো।


সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমন (সাপ্তাহিক আমোদ), সহ-সভাপতি সাইমুম ইসলাম অপি (দৈনিক কুমিল্লার কাগজ), সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফ (বাংলা ট্রিবিউন), যুগ্ম সাধারণ সম্পাদক সজিব মাহমুদ (দৈনিক রূপসী বাংলা), সাংগঠনিক সম্পাদক মাকছুদুর রহমান (আকাশ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-আমিন কিবরিয়া (দৈনিক শিরোনাম), দপ্তর হাসিবুল ইসলাম সজিব (সকালের শিরোনাম), অর্থ সম্পাদক মো. রাকিব হোসেন (সমতট টিভি)।

নির্বাহী সদস্য খলিলুর রহমান, সদস্য ইয়াসমিন আক্তার মিম, সদস্য মো. তামিম হোসেন।  

নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফ বলেন, ভিক্টোরিয়া কলেজের গৌরবময় ইতিহাস ধরে রাখতে কুভিকসাস যে ভূমিকা রেখেছে, সেই ধারা অব্যাহত রাখতে কাজ করব। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা প্রত্যাশা করি। সেই সঙ্গে সাংবাদিক সমিতির সব সদস্যদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে, সেই প্রত্যাশা রাখি।

২০১৬ সালের ২০ মার্চ প্রতিষ্ঠালাভ করে কুভিকসাস। ‘বিবেকবান সাংবাদিক তৈরির প্রত্যয়’ -স্লোগানে কলেজের ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনের নিচতলার কার্যালয় থেকে পরিচালিত হয় কুভিকসাস। কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এ সংগঠনের পৃষ্ঠপোষক। অধ্যক্ষ কর্তৃক নির্বাচিত দুজন শিক্ষা কর্মকর্তা কুভিকসাসের উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ