ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পত্রিকা পুড়িয়ে বয়কটের ডাক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
ঢাবিতে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পত্রিকা পুড়িয়ে বয়কটের ডাক

ঢাকা: মিথ্যা, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক সংবাদ পরিবেশনের অভিযোগ তুলে দৈনিক ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ বয়কটের ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।  

গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের কিছু শিক্ষার্থী হল গেটে পত্রিকা দুটির কপি পুড়িয়ে বয়কটের ডাক দেন।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।  

শহীদ সার্জেট জহুরুল হক ছাড়াও বিশ্ববিদ্যালয়টির অন্যান্য হলে পত্রিটা দুটির কপি পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অনেক শিক্ষার্থী ব্যক্তি উদ্যোগে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ বয়কটের ডাক দিয়ে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ’ নামের একটি ফেসবুক গ্রুপে লিখেছেন। তবে এখনো কোনো ব্যানারে আন্দোলন দেখা যায়নি।
 
এ বিষয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী আহসান হাবীব ইমরোজ বলেন, ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পত্রিকা দুটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে মিথ্যা, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক সংবাদ প্রচার করে আসছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় পত্রিকা দুটির যথেষ্ট সমালোচনা হয়েছে।

কিন্তু জনমতের দৃষ্টিভঙ্গি বিবেচনায় রেখে তারা তাদের নীতিগত কোনো পরিবর্তন আনেনি। তারা প্রতিনিয়তই পতিত ফ্যাসিবাদ এবং বিভিন্ন ইস্যুতে প্রতিবেশী রাষ্ট্রের প্রেসক্রিপশনে উস্কানিমূলক সংবাদ পরিবেশন করে যাচ্ছে।

তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা ‘ডেইলি স্টার’ ও ‘প্রথম আলো’র দৌরাত্ম্য সম্পর্কে আগেই অবগত ছিলেন। বৃহস্পতিবার রাতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের একদল শিক্ষার্থী পত্রিকা দু’টির হীন কর্মকাণ্ডের প্রতিবাদে- হলের পত্রিকা রুম থেকে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ বর্জনের সিন্ধান্ত নেন।

সেই সঙ্গে উভয় পত্রিকার কপি পুড়িয়ে তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।