ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

৭ কলেজের সমস্যা নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
৭ কলেজের সমস্যা নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন | ফাইল ছবি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনে একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (কলেজ অনুবিভাগ) সভাপতি করে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ১৩ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি এবং শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিবকে (বিশ্ববিদ্যালয় অধিশাখা-২) কমিটির সদস্য করা হয়েছে।

এছাড়াও, ঢাকা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, ইডেন মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষকেও কমিটিতে রাখা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা) কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা চিহ্নিতকরণ; চিহ্নিত সমস্যা নিরসনকল্পে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে। এ ছাড়াও কমিটি আগামী ছয় সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে।

কমিটি কাজের সুবিধার্থে প্রয়োজনীয় সংখ্যক সদস্য কো-অপ্ট করতে পারবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কিন্তু অধিভুক্ত হওয়ার পর থেকেই এই সাত কলেজে নানাবিধ একাডেমিক ও প্রশাসনিক সমস্যা দেখা যায়। সম্প্রতি সাত কলেজের শিক্ষার্থীরা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়েরও দাবি তোলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করে সাত কলেজ নিয়ে একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বা প্ল্যাটফর্ম তৈরির দাবিতে গত ২৩ অক্টোবর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে ২১ অক্টোবর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন তারা।

সবশেষ অবরোধের সময় শিক্ষার্থীদের তোলা দাবিগুলো হলো: অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে একটি কমিশন গঠন; ৩০ দিনের মধ্যে কমিশন অংশীজনদের সাথে কথা বলে প্রতিবেদন দেওয়া এবং সাত কলেজ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে তৈরির আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্বিঘ্নে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।