ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের আবারও বাড়ানো হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করার তারিখ (শিক্ষার্থী কর্তৃক) ২৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর এবং প্রিন্ট করা ফরম কলেজে জমা দেওয়ার তারিখ (শিক্ষার্থী কর্তৃক) ১ থেকে ৩ নভেম্বর করা হয়েছে। শিক্ষার্থীদের ডাটা নিশ্চয়নের তারিখ (কলেজ কর্তৃক) ৪ থেকে ৫ নভেম্বর এবং সোনালী সেবার মাধ্যমে টাকা/ফি জমা দেওয়ার তারিখ (কলেজ কর্তৃক) ৬ থেকে ৭ নভেম্বর করা হয়েছে।

উল্লেখ্য, আগে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব কলেজ ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কাজ যেমন-ফরম পূরণ, ডাটা নিশ্চয়ন, পে স্লিপ ডাউনলোড ও সোনালী সেবার মাধ্যমে টাকা জমা ইত্যাদি করতে পারেনি সেসব কাজও সম্পন্ন করতে পারবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২৩,২০২৪
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ