ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

শিক্ষা বোর্ডের সামনে হামলা, ৬ শিক্ষার্থী আহত হয়ে ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
শিক্ষা বোর্ডের সামনে হামলা, ৬ শিক্ষার্থী আহত হয়ে ঢামেকে

ঢাকা: এসএসসির সব বিষয় ‘ম্যাপিং’ করে বৈষম্যহীন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলের দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী।  

এ সময় হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

এদের মধ্যে ৬ জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রোববার (২০ অক্টোবর) দুপুরের দিকে বকশিবাজারস্থ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাঙ্গণে বিক্ষোভ করার সময় হামলায় তারা আহত হন।

আহতরা হলেন- ভোলা লালমোহন সরকারি সাহবাজপুর কলেজের শিক্ষার্থী মো. সাগর (১৮), নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী মো. শাহরিয়ার (১৮), কেরানীগঞ্জ বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফাহমিদা হোসেন পিয়াংকা (১৮), আরেক শিক্ষার্থী মো. ওয়াহিদ (১৯), গোপালগঞ্জ শেখ লুৎফর রহমান আদর্শ কলেজের শিক্ষার্থী আশুতোষ দাস (১৮)  ও ময়মনসিংহ ভালুক ডিগ্রি কলেজের শিক্ষার্থী জান্নাতুল দৃষ্টি (১৮)।

আহত শিক্ষার্থীরা বলেন, আমরা দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থী। এইচএসসির ফল প্রকাশ নিয়ে আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। এ বিষয় নিয়ে আমরা সকল শিক্ষার্থী যোগাযোগ করে আজ দুপুরে শিক্ষাবোর্ডে এসেছিলাম। বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে। কিন্তু তিনি আমাদের সঙ্গে কথা বলা তো দূরের কথা অসৌজন্যমূলক আচরণ করেন। আমরা প্রতিবাদ করায় তিনিসহ তার লোকজন আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করেন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। আমরা এই হামলার বিচার চাই এবং শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বকশিবাজার শিক্ষাবোর্ড থেকে ছয় শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে এসেছিল। তাদেরকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আগের নিউজের লিংক>> সব বিষয়ে ‘ম্যাপিং’ করে ফল প্রকাশের দাবি: শিক্ষার্থীদের বিক্ষোভে হামলা

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এজেডএস/এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ