ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সিকৃবির নতুন ভিসি হলেন অধ্যাপক আলিমুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
সিকৃবির নতুন ভিসি হলেন অধ্যাপক আলিমুল

সিলেট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য করা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. আলিমুল ইসলামকে। তাকে আগামী ৪ বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  

ড. আলিমুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক।

প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে যোগদানের তারিখ থেকে নিয়োগের মেয়াদ চার বছর হবে। পদে থাকাকালীন তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী তিনি উপাচার্যের পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা দেশত্যাগের পরদিন প্রাক্তন উপাচার্য মো. জামাল উদ্দিন ভূঁইয়াকে পদত্যাগে দাবি তোলেন বিএনপি-জামায়াতপন্থি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

এরপর তাকে ১০ দিনের ছুটিতে পাঠানো হয়। ছুটি শেষে তাকে ক্যাম্পাসে ফিরতে দেওয়া হয়নি। ২১ আগস্ট জামাল উদ্দিন ভূঁইয়া বাধ্য হয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
এনইউ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।