ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ভিকারুননিসায় পাস ৯৯ শতাংশ, ১৭৩৭ জনের জিপিএ-৫

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
ভিকারুননিসায় পাস ৯৯ শতাংশ, ১৭৩৭ জনের জিপিএ-৫ ছবি: ডিএইচ বাদল

ঢাকা: রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার ৯৯ দমমিক ০৬ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৭৩৭ জন পরীক্ষার্থী।

বিজ্ঞান বিভাগ থেকে ২ হাজার ৩৪ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ২৫ জন, মানবিক বিভাগে ২৩৮ জনের সকলে উত্তীর্ণ এবং ব্যবসায় শিক্ষা থেকে ২৯৭ জনের ১ জন অনুত্তীর্ণ হয়েছেন।  

মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২ হাজার ৫৫৯ জনের ২ হাজার ৫৩৫ জন উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞানে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৪৬৩ জন, মানবিকে ১৫১ জন এবং ব্যবসায় শিক্ষায় ১ হাজার ৭৩৭ জন।

ফলাফলের প্রতিক্রিয়া জানিয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, পরীক্ষার মাঝে আন্দোলনে অনেক শিক্ষার্থী আহত হয়েছে, নিহত হয়েছে্ এমন অবস্থায় শিক্ষার্থীরা একটা ট্রমার মধ্যে ছিল, এই অবস্থায় পরীক্ষায় বসা ওদের জন্য অনেকখানি কঠিন ছিল। তবুও আমরা প্রত্যাশা অনুযায়ী ফলাফল পেয়েছি।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এমআইএইচ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।