ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কামিল পরীক্ষার ফল প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
কামিল পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল (স্নাতকোত্তর) প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষা-২০২২ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম বৃহস্পতিবার (৩ অক্টোবর) ফলাফল ঘোষণা করেন।

 

এ সময় তিনি বলেন, যথাসময়ে পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল প্রকাশ একটা চ্যালেঞ্জের বিষয়। তিনি দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করে শিক্ষার্থীদের সেশনজটমুক্ত করে যথাসময়ের মধ্যে সনদ দেওয়ার আশা ব্যক্ত করেন। পরীক্ষা নিয়ন্ত্রকসহ পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সব কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান ভাইস-চ্যান্সেলর।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশের কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২২ এর প্রথম পর্বে পরীক্ষার্থী ২৩ হাজার ৪৫৭ জন ও দ্বিতীয় পর্বে পরীক্ষার্থী ১৯ হাজার ৯৯০ জন অংশগ্রহণ করেন। প্রথম পর্বে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৫০০ জন, পাসের হার ৯১ দশমিক ৬৬ শতাংশ। দ্বিতীয় পর্বে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৪৪১ জন, পাসের হার ৯৭ দশমিক ২৫ শতাংশ।

পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd-তে পাওয়া যাবে।

পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান কামিল (স্নাতকোত্তর) পরীক্ষার ফলাফল ভাইস-চ্যান্সেলরের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ড. মো. আবু হানিফা, সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৪
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।