ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির উচ্চতর গবেষণা কেন্দ্রসমূহে পরিচালক নিয়োগে সার্চ কমিটি গঠন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
ঢাবির উচ্চতর গবেষণা কেন্দ্রসমূহে পরিচালক নিয়োগে সার্চ কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গবেষণা কেন্দ্রসমূহে পরিচালক নিয়োগ করতে সার্চ কমিটি গঠন করেছে প্রশাসন।  

রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

সার্চ কমিটিতে লোকপ্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সালাহউদ্দিন এম আমিনুজ্জামানকে আহ্বায়ক করা হয়েছে। অন্য সদস্যরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সর্দার আমিনুল ইসলাম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকী।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সার্চ কমিটি জ্ঞান, প্রজ্ঞা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক নিয়োগের জন্য একজনের নাম সুপারিশ করবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের গবেষণা কার্যক্রমের উৎকর্ষ সাধন, গবেষণার প্রতি শিক্ষকদের আগ্রহী করে তোলা এবং এব্যাপারে উৎসাহ প্রদানের লক্ষ্যে পর্যায়ক্রমে সার্চ কমিটি গঠনের মাধ্যমে অন্যান্য গবেষণা কেন্দ্রেও পরিচালক নিয়োগ করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
কেআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।