ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি ছাত্রশিবিরের সেক্রেটারিও প্রকাশ্যে এলেন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
ঢাবি ছাত্রশিবিরের সেক্রেটারিও প্রকাশ্যে এলেন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): সভাপতির পর এবার প্রকাশ্যে এসেছেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক। তার নাম এস এম ফরহাদ।

তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হলে বসবাস করতেন।

রোববার (২২ সেপ্টেম্বর) ফেসবুকে প্রথম তার পরিচয় প্রকাশ হয়। পরে ছাত্রশিবিরের এক দায়িত্বশীল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

এর আগে গতকালই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলোচনার সময় শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির সাদিক কায়েমের পরিচয় সামনে আসে। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। সাদিকের মতো ফরহাদও চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসায় আলিম শ্রেণিতে লেখাপড়া করেছেন।

তবে ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ আগে ছাত্রলীগের পদধারীও ছিলেন। ২০২২ সালের নভেম্বরে ছাত্রলীগের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা যুগ্ম সাধারণ সম্পাদক পদে তার নাম রয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কবি জসীম উদ্দিন হলের শিক্ষার্থী তানভীর হাসান সৈকতের সাথে তার একাধিক ছবি রয়েছে। একটি ছবিতে তাকে সৈকতকে ফুলেল শুভেচ্ছা দিতে দেখা গেছে।

অবশ্য সমাজকল্যাণ ইনস্টিটিউটেট ছাত্রলীগের সাথে কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন এস এম ফরহাদ। তিনি বলেন, সমাজকল্যাণ ইন্সটিটিউট ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের কোনো পদ-পদবীর জন্য কোনো সিভি আমি কখনো কাউকে দিইনি।

ডিপার্টমেন্টের কমিটিতে কাকে রাখা হবে সেটা সংশ্লিষ্ট ছাত্রলীগের সিদ্ধান্ত। সেখানে আমাকে কেন জড়ান হচ্ছে যেখানে আমি ডিপার্টমেন্ট ছাত্রলীগের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নই। এই বিষয়টিকে আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের স্পিরিট ধ্বংস করার ষড়যন্ত্র মনে করি।

তিনি আরও বলেন, আমি হল ডিবেটিং ক্লাবের সভাপতি ও ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাবের সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করার সময় ডিবেটের বিভিন্ন আয়োজনে  বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিত থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, যার সবগুলোই ছিল ডিবেট ক্লাব সংশ্লিষ্ট আয়োজন। কোনো রাজনৈতিক আয়োজন নয়।

এদিকে রোববার প্রশাসনের সাথে আলোচনা শেষে সাংগঠনিক সিদ্ধান্তেই আত্মপ্রকাশ করছেন বলে জানিয়েছেন সভাপতি সাদেক কায়েম। তিনি বলেন, আমরা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতে চাইনি। আমাদেরকে এতদিন বাধ্য করা হয়েছিল। আমাদের পুরো কমিটি শীঘ্রই প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
এফএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।