ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য আরো দুই হল নির্মাণের সিদ্ধান্ত

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
শাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য আরো দুই হল নির্মাণের সিদ্ধান্ত

শাবিপ্রবি (সিলেট): দীর্ঘদিন বন্ধ থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি এক হাজার আসন বিশিষ্ট আরও দুটি হল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর সঙ্গে শিক্ষক-কর্মকর্তার আলোচনা সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।  

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ে আসেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এরপর বিকেলে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।  

বৈঠকে শিক্ষার্থীদের আবাসিক সমস্যা নিরসনে ১০০০ আসন বিশিষ্ট দুটি আবাসিক হল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।  


বৈঠক সূত্রে জানা যায়, অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করার জন্য কয়েকদিনের মধ্যে আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

বর্তমানে শাবিপ্রবিতে ছেলেদের জন্য শাহপরাণ হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সৈয়দ মুজতবা আলী হল, মেয়েদের প্রথম ছাত্রী হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল মিলিয়ে মোট ছয়টি আবাসিক হল রয়েছে। এতে প্রায় তিন হাজার সিট রয়েছে।

এদিকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নতুন কর্মস্থলে যোগদান করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।  

এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগম সাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপনে ভিসি, প্রো-ভিসি এবং কোষাধ্যক্ষ নিয়োগের আদেশ জারি করা হয়।  

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।