ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক উন্নয়নে ঢাবিতে সভা 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক উন্নয়নে ঢাবিতে সভা 

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক উন্নয়নে একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এডুকেটরস ফোরাম সংলাপটি আয়োজন করে।

এতে ঢাকা বিশ্ববিদ্যায়ের উপ-উপাচার্য শিক্ষা অধ্যাপক মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।  

অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দেশের মেধাবী শিক্ষার্থীরা এখানে অনেক স্বপ্ন নিয়ে পড়াশোনা করতে আসেন। শিক্ষার্থীদের স্বপ্নগুলো পূরণে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এ সম্পর্ক উন্নয়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তঃসম্পর্ক উন্নয়ন, হলগুলোতে আবাসন সংকট নিরসন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাসহ শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। শিগগিরই এর সুফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এফএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ