ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে নবনিযুক্ত উপাচার্যের যোগদান

শাবিপ্রবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
শাবিপ্রবিতে নবনিযুক্ত উপাচার্যের যোগদান

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী যোগদান করেছেন।  অফিসে যাওয়ার আগেই শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে নতুন কর্মস্থলে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী যোগদান করেছেন।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে কথা বলেন উপাচার্য।

অন্যদিকে গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নতুন কর্মস্থলে যোগদান করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

এরআগে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপনে ভিসি, প্রো-ভিসি এবং কোষাধ্যক্ষ নিয়োগের এ আদেশ জারি করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।