ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ঢাবি প্রশাসনের বৈঠক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ঢাবি প্রশাসনের বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরসহ ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের সঙ্গে বৈঠক করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে প্রথমে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ইসলামি ছাত্রশিবির, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য।

পরে ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী, ইসলামী ছাত্র আন্দোলন এবং ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠকটি চলছিল।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে বৈঠকে রয়েছেন উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য প্রশাসন সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।

বৈঠকে ছাত্ররাজনীতি ও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। নেতারা বিভিন্ন বিষয়ে তাদের মতামত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরছেন।

বৈঠক থেকে বের হয়ে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বলেন, মেধার ভিত্তিতে রাজনীতির বিষয়ে আমরা কথা বলেছি। তবে যারা ফ্যাসিবাদকে সার্ভ করেছে, তাদের রাজনীতির অধিকার নেই। আমরা ফ্যাসিবাদের সময়কার সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথা বলেছি। উপাচার্যসহ প্রশাসন আমাদের কথা শুনেছেন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
এফএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।