ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে যুবক হত্যা: জড়িতদের গ্রেপ্তার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
ঢাবিতে যুবক হত্যা: জড়িতদের গ্রেপ্তার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তোফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তারা অবস্থান নেন।

গ্রেপ্তার করার আগ পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

এর আগে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ‘ন্যায়বিচার ফেরাও’ নামে একটি কর্মসূচি পালন করেন এ শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচি থেকে বিজয় একাত্তর হলের শিক্ষার্থী নাফিউর রহমান বলেন, ন্যায়বিচার পাওয়ার জন্য জুলাই মাসে আমরা লড়াই করেছি। আজ যদি এ অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা না হয়, তাহলে আমাদের বিপ্লব ব্যর্থ হবে। আমরা আমাদের বিপ্লবকে ব্যর্থ হতে দিতে পারি না। আজকে রাত হবে, কাল সকাল হবে তবুও যদি তাদের গ্রেপ্তার করা না হয় আমরা অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়াব না।

এক ছাত্র বলেন, সারা রাত হল প্রশাসন কি করেছে? একজন ভারসাম্যহীন ব্যক্তিকে ৫ থেকে ৬ ঘণ্টা পেটানো হলো, প্রশাসন কি করছিল? আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। তাদের গ্রেপ্তার করার আগে আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।

সকালে রাজু ভাস্কর্যের সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক লুৎফর রহমান বলেন, আমরা ছাত্রসমাজ বিচারহীন হত্যাকাণ্ডকে কোনোভাবেই সমর্থন করি না, এটা কোনোভাবেই কাম্য নয়। এমন অনিরাপদ বাংলাদেশের জন্য এ স্বাধীনতা চায়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘ফ্যাসিস্ট সরকারের দোসর ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে খবর পাওয়া গেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঢাবি প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। ’

আরও পড়ুন>>

>>> ঢাবির হলে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত কমিটি

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
এফএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।