ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষক ড. সুজন সেনের অনিয়ম তদন্তে কমিটি গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
রাবি শিক্ষক ড. সুজন সেনের অনিয়ম তদন্তে কমিটি গঠন

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেনের বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ অধিকর্তা অধ্যাপক খন্দকার মোজাফফর হোসেনকে সভাপতি করে চার সদস্য বিশিষ্ট এ কমিটি করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতা সম্পর্কে শিক্ষার্থীদের উত্থাপিত বিভিন্ন অভিযোগ তদন্ত করতে এ কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এ কমিটি গঠন করে দিয়েছেন। তদন্ত কমিটিকে যত দ্রুত সম্ভব প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছাইফুল ইসলাম, আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান ও প্রক্টর মাহবুবর রহমান।

আরও পড়ুন…
রাবি চিত্রকলা শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।