ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

আখাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের খাতা-কলম দিল  বসুন্ধরা শুভসংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
আখাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের খাতা-কলম দিল  বসুন্ধরা শুভসংঘ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে খাতা ও কলম বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।  

বুধবার (১৮ সেপ্টেম্বর) আখাউড়া উপজেলার দুটি বিদ্যালয়ের মোট ১০০ শিক্ষার্থীর মধ্যে এসব শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

 

বিডি অ্যানিমেল হেলথ নামে একটি প্রতিষ্ঠান ও প্রবাসী ইনামুল হক এ কাজে সহায়তা করেন।  

উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। পরে রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও খাতা-কলম দেওয়া হয়।  

এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম, আখাউড়া পৌরসভার কাউন্সিলর শিপন হায়দার, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির আহ্বায়ক দীপক কুমার ঘোষ, যায়যায়দিনের সাংবাদিক কাজী হান্নান খাদেম, নয়াদিগন্তের মো. নুরুন্নবী ভূইয়া, আনন্দবাজারের কাজী মফিকুল ইসলাম, খবরের কাগজের জুটন বণিক, সাবেক ছাত্রনেতা মো. মনির হোসেন, প্রবাসী মো. আলমগীর হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।  

কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু এ আয়োজনের সমন্বয় করেন। বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

এ উদ্যোগের প্রশংসা করে দুটি বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, বন্যার সময় শিক্ষার্থীদের বই খাতা পানিতে নষ্ট হয়েছে। কিন্তু এ ধরনের ক্ষতির কথা আসলে কারোর মাথায়ই ছিল না। শুভসংঘ বিষয়টি চিন্তা করেছে, যা খুবই সৃজনশীল। এতে দরিদ্র শিক্ষার্থীদের উপকার হলো।

আব্দুল্লাহপুর বিদ্যালয়ের শিক্ষক মো. শাহীন ও সুলতানা তাহমিনা এ উদ্যোগের প্রশংসা করেন। প্রশংসা করেছেন রহিমপুরের প্রধান শিক্ষক জাহানারা বেগম। বন্যার্ত শিক্ষার্থীদের কথা চিন্তা করায় তারা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ