ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি ক্যাম্পাস বহিরাগতমুক্ত করতে মোবাইল কোর্ট

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
ঢাবি ক্যাম্পাস বহিরাগতমুক্ত করতে মোবাইল কোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস বহিরাগতমুক্ত করতে ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের মাধ্যমে অতিদ্রুত অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে অবস্থানকালীন প্রত্যেকে শিক্ষার্থীকে নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে। যেসব শিক্ষার্থীদের পরিচয়পত্র হারিয়ে গেছে, তাদেরকে উপযুক্ত প্রমাণপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এফএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।