ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে গণত্রাণ সংগ্রহ বন্ধ হচ্ছে আজ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৪
ঢাবিতে গণত্রাণ সংগ্রহ বন্ধ হচ্ছে আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ সংগ্রহ বন্ধ করা হয়েছে।  

বুধবার (৪ সেপ্টেম্বর) সমন্বয়ক আব্দুল কাদের বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

 

বিকেল ৫টায় টিএসসিতে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ত্রাণ কার্যক্রমের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।  

আব্দুল কাদের বলেন, আমরা আগেই শুকনো খাবার নেওয়া বন্ধ করেছিলাম। এরপর নগদ অর্থ সংগ্রহ বন্ধ করেছি। আজ থেকে ভারী খাবারসহ আর কোনো দ্রব্য নেওয়া হবে না। আমরা সব গুছিয়ে এ কার্যক্রমটি শেষ করব।  

তিনি বলেন, আমাদের সংগৃহীত টাকার অবশিষ্ট সরকারি ফান্ডে জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাদের সহযোগিতায় সেনাবাহিনীসহ পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করবে।  

তিনি আরও বলেন, আমরা অধিকাংশ জিনিসই বন্যাদুর্গত এলাকায় পৌঁছে দিয়েছি। টিএসসি ও ডাকসু ক্যাফেটেরিয়ায় কিছু পানিসহ টুকটাক জিনিসপত্র অবশিষ্ট আছে। সেসবও আমরা পৌঁছে দেব।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৪
এফএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।