ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল

ঢাকা: ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার জন্য শেখ হাসিনাসহ দায়ীদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল করেছেন।  

বুধবার (১৪ আগস্ট) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের শিক্ষার্থীদের মিছিল করতে দেখা যায়।

 

এসময় তারা শেখ হাসিনার ফাঁসিসহ ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেন।  

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা' সূর্যসেন হল শিক্ষার্থীরা জড়ো হয়ে বিভিন্ন গানের তালে নাচতেও দেখা গেছে।  

শিক্ষার্থীরা জানান, ১৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের মাঠে নামার সম্ভাবনা রয়েছে। তাদের রুখে দিতেই তারা এসব কর্মসূচি পালন করছেন।  

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।