ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির সব হলের প্রভোস্ট-প্রক্টরিয়াল বডির পদত্যাগ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
শাবিপ্রবির সব হলের প্রভোস্ট-প্রক্টরিয়াল বডির পদত্যাগ

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সব আবাসিক হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী।

তিনি জানান, প্রক্টরিয়াল বডির সব সদস্য, হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট সবাই আমরা পদত্যাগপত্র জমা দিয়েছি। আমরা সবাই একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করতে। ইতোমধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।  

এর আগে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার প্রক্টর, প্রক্টরিয়াল বডির সদস্যরা, প্রভোস্ট, সহকারী প্রভোস্টটা পদত্যাগপত্র জমা দেয়।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।