ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

আরও ২৬ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
আরও ২৬ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন

ঢাকা: শিক্ষা মন্ত্রণালয়ের আইনি সহায়তায় ঢাকার আদালত থেকে শনিবার (৩ আগস্ট) মোট ২৬ জন পরীক্ষার্থীর জামিন মঞ্জুর হয়েছে।

সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এতথ্য জানিয়েছেন।

 

এরআগে শুক্রবার (২ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনেও দেশের বিভিন্ন আদালত থেকে ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগের ৫৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৪ জন, খুলনা বিভাগের ৬ জন ও রংপুর বিভাগের ৩ জন।  

কোনো এইচএসসি পরীক্ষার্থী আটক থাকলে তাদের জন্য [email protected] তে তথ্য পাঠানোর অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।  

আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে আইনি সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে।  

শনিবার গণভবনে পেশাজীবীদের সাথে সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দোষ সব শিক্ষার্থীকে মুক্তির নির্দেশ দিয়েছেন।  

আজ (৩ অগাস্ট) পর্যন্ত মোট ১০৪ জন পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত, এর মধ্যে ঢাকা বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, সিলেট বিভাগ ৬ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, খুলনায় বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ১২ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন জামিন পেয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা,অগাস্ট ৩,২০২৪
এমআইএইচ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।