ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

শিক্ষকের সঙ্গে পুলিশের অসদাচরণে ঢাবি শিক্ষক সমিতির নিন্দা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
শিক্ষকের সঙ্গে পুলিশের অসদাচরণে ঢাবি শিক্ষক সমিতির নিন্দা

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রভাষক শেহরীন আমিন ভূঁইয়ার ওপর পুলিশের অসদাচরণের নিন্দা জানিয়েছে শিক্ষক সমিতি। একইসঙ্গে এর সুষ্ঠু তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তারা।

 

বুধবার (৩১ জুলাই) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে সম্প্রতি উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক সোনম সাহার জিডির ঘটনা উল্লেখ করে উদ্বেগ ও নিন্দা প্রকাশের পাশাপাশি তার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে শিক্ষক সমিতি।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষকের সঙ্গে পুলিশের অসদাচরণের অভিযোগ উত্থাপিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ ঘটনার নিন্দা জানাচ্ছে। একইসঙ্গে এর সুষ্ঠু তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে।  

এতে আরও বলা হয়, উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক সোনম সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার মতামত প্রকাশ করায় তাকে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়েছে। তিনি গত ২৬ জুলাই ২০২৪ তারিখে শাহবাগ থানায় এ বিষয়ে একটি জিডি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র নিন্দা জ্ঞাপন করার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তার নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ