ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

উত্তরায় অবস্থান শিক্ষার্থীদের, ঢাকা-গাজীপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
উত্তরায় অবস্থান শিক্ষার্থীদের, ঢাকা-গাজীপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ঢাকা: কোটা সংস্কারের দাবিতে রাজধানীর উত্তরা এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।  

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উত্তরা হাউজ বিল্ডিং থেকে বিএনএস সেন্টার পর্যন্ত সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা এলাকায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে ঢাকার সঙ্গে গাজীপুরসহ এই অঞ্চল দিয়ে যাতায়াতের অন্য জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  

অবস্থানস্থলে দেখা যায়, সেখানে সড়কের মাঝে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। স্লোগানে স্লোগানে উত্তাল উত্তরা এলাকার রাজপথ।  

শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গতকাল সোমবার (১৫ জুলাই) হামলার ঘটনা ঘটেছে। এতে পুরো দেশের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে রাজপথে নেমেছে। আমরা কোটা সংস্কার চাই।  

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
এসজেএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ