ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

কোটা বাতিলের দাবিতে খুবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জুলাই ৫, ২০২৪
কোটা বাতিলের দাবিতে খুবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

খুলনা: সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা জিরোপয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করেছেন।  

তাদের সঙ্গে যোগ হয়েছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী৷

নগরীর ব্যস্ততম জিরোপয়েন্ট এলাকায় শুক্রবার ( ৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচি সন্ধ্যা ৭টায় শেষ হয়েছে।

এদিকে অবরোধের ফলে জিরোপয়েন্টের চতুর্দিকের সড়কে যানজট সৃষ্টি হয়।

অবরোধের সময় শিক্ষার্থীরা কোটাবিরোধী বিভিন্ন প্রতিবাদী গান পরিবেশন করেন এবং  ‘সংবিধানের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,’ ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’,  ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’'- ইত্যাদি স্লোগান দিতে থাকেন৷

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জুলাই ৫, ২০২৪
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।