ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

ব্যান্ডদলের নামে এইচএসসির প্রশ্নপত্রের সেট কোড!

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
ব্যান্ডদলের নামে এইচএসসির প্রশ্নপত্রের সেট কোড!

ঢাকা: দেশিয় বিভিন্ন ব্যান্ডদলের নামে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষার সেট কোড সাজানো হয়েছে।

সোমবার (১ জুলাই) ব্যান্ডদল অ্যাশেজের সদস্য জুনায়েদ ইভান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য তুলে ধরেছেন।

পোস্টে বিভিন্ন প্রশ্নপত্রের সেটের ছবি দিয়ে লেখা হয়, ২০২৪ এইচএসসি পরীক্ষার প্রশ্ন‌কোড সাজানো হয়েছে বাংলাদেশের বিভিন্ন ব্যান্ডদলের নাম অনুসারে। এবার প্রশ্নের সেট সাজানো হয়েছে অ্যাশেজ, মাইলস, ওয়ারফেজ, চিরকুট, লালন, আভাস, অবসকিউর ব্যান্ডের নাম দিয়ে। নিশ্চয়ই বাংলা ব্যান্ডের জন্য এই উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে।

তার ওই পোস্টে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দেখিয়েছেন সোশ্যাল মিডিয়ার ফ্যান-ফলোয়াররা। অনেকেই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
এমআইএইচ/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।