ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শিক্ষা

চাঁদপুরে ৫ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
চাঁদপুরে ৫ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড

চাঁদপুর: ‘স্মার্ট তারুণ্য বাঁচাবে অরণ্য’ এই স্লোগানে সারা দেশের ন্যায় চাঁদপুরেও ৫ শতাধিক স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রথম অনুষ্ঠিত হয়েছে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড-২০২৪।

শুক্রবার (২৮ জুন) সকাল ১০টায় খুবই মনোরম পরিবেশে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)’র পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মো. আবদুর রহমান, শিক্ষা কর্মকর্তা রূপক রায়, চাঁদপুর জেলা বন কর্মকর্তা মো. তাজুল ইসলাম, অলিম্পিয়াডের জেলা সমন্বয়কারী আলম পলাশ এ সময় উপস্থিত ছিলেন।

চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বেলুন উড়িয়ে অলিম্পিয়াডের উদ্বোধন

এরপর চাঁদপুর সরকারি কলেজের শহীদ রাজু ভবনের নিচ ও তৃতীয় তলায় ঘণ্টাব্যাপী ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।

সবশেষে কলেজ ক্যাম্পাসে আয়োজকদের পক্ষ থেকে গাছের চারা রোপণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

অলিম্পিয়াডের জেলা সমন্বয়কারী আলম পলাশ বলেন, খুবই চমৎকার পরিবেশে এই প্রথম ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড সম্পন্ন হয়েছে। পরীক্ষার ফলাফল ও পুরস্কর পরবর্তীতে প্রদান করা হবে এবং সময় জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।