ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

এইচএসসি পরীক্ষার্থীদের খেয়া ভাড়া মওকুফ করলেন ইউএনও 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
এইচএসসি পরীক্ষার্থীদের খেয়া ভাড়া মওকুফ করলেন ইউএনও  ফাইল ফটো

বরিশাল: এইচএসসি, আলিম এবং এইচএসসি ভোকেশনাল পরীক্ষা আগামী ৩০ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।  

বুধবার পরীক্ষার্থীদের খেয়া ভাড়া মওকুফ করারর ঘোষণা দিয়েছেন বরিশালের হিজলা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

 

এক নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  

যেখানে তিনি উল্লেখ করেছেন, ৩০ জুন হতে হিজলা উপজেলায় (১) কাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র (২) আফসার উদ্দিন ফাজিল মাদরাসা কেন্দ্রে (৩) সরকারি সংহতি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভেন্যুতে যথারীতি এইচ.এস.সি, এইচ.এস.সি (বিএম ও ভোকেশনাল) এবং আলিম পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।  

উক্ত পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের খেয়া পারাপারে ভাড়া মওকুফ করা হলো। এই নির্দেশনার ব্যত্যয় হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

এই উদ্যোগের জন্য জাহাঙ্গীর হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।  
বরিশাল বোর্ডের আওতায় এবারের এইচএসসি পরীক্ষায় গোটা বরিশাল বিভাগের ৩৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৬ হাজার ৫৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।  

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
এমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।