ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

স্কুলে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৪ ছাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, জুন ১০, ২০২৪
স্কুলে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৪ ছাত্রী

নওগাঁ: নওগাঁর আত্রাইয়ের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ৪ জন ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।  

রোববার (৯ জুন) সন্ধ্যার দিকে তাদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

 

এ বিষয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বুলবুল হোসেন বলেন, স্কুল চলাকালে হঠাৎ করেই ৭ম শ্রেণি পড়ুয়া মুশফিকা, মাহিলা, রাবেয়া এবং সাদিয়া আক্তার নামে ৪ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাদেরকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ওই শিক্ষার্থীরা এর আগে গত বছরও প্রায় ২-৩ বার একইভাবে অসুস্থ হয়ে পড়েছিল। ভ্যাপসা গরমে হয়ত অসুস্থ হয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কানিজ মাহমুদা বলেন, অসুস্থ হয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ৪ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। অতিরিক্ত গরমে পানিশূন্যতা হয়ে এমনটি হতে পারে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, জুন ১০, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ