ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ডাকা ধর্মঘট প্রত্যাহার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, জুলাই ১, ২০১০

ঢাকা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের ডাকা আজকের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমান খলিল এক বিবৃতিতে আজ ধর্মঘট প্রত্যাহারের কথা জানিয়েছেন।


 
বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন নেতা-কর্মীদের মুক্তির ব্যাপারে আশ্বাস দেওয়ায় এই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীনসহ আটক পাঁচ নেতা-কর্মীর মুক্তির দাবিতে বৃহস্পতিবার ক্যাম্পাসে ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, গত ২৭ জুন রোববার বিএনপির ডাকা হরতালের সময় বিশ্ববিদ্যালয়ের মূল গেট থেকে হরতালের সমর্থনে মিছিলের চেষ্টা করার সময় জবি ছাত্রদলের আহ্বায়ক শাহীনসহ পাঁচ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

বাংলাদেশ স্থানীয় সময় : ১৬০৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ