ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশাল বোর্ডে টানা চারবারের মতো মেয়েরা এগিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মে ১২, ২০২৪
বরিশাল বোর্ডে টানা চারবারের মতো মেয়েরা এগিয়ে

বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ। বিগত বছরগুলোর মতো গড় পাসের হারে, জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে।

রোববার (১২ মে) ঘোষিত ফলাফল অনুযায়ী, গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা তিন হাজার ১২১ কম। সেইসঙ্গে কিছুটা কমেছে পাসের হার।  

বরিশাল বোর্ডে এসএসসিতে মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৯১ দশমিক ৮৬ শতাংশ এবং ছেলে শিক্ষার্থীদের পাসের হার ৮৬ দশমিক ০২ শতাংশ। চার বছরের মতো সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখল মেয়েরা।

বিষয়ভিত্তিক পাসের হারেও এগিয়ে রয়েছে মেয়েরা। বিজ্ঞান বিভাগে মেয়েদের পাসের হার ৯৬ দশমিক ৪৮ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ।

মানবিক বিভাগে মেয়েদের পাসের হার ৮৯ দশমিক ৫০ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৮৯ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে মেয়েদের পাশের হার ৯৪ দশমিক ৭৮ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৬৭ শতাংশ।

মোট তিন হাজার ৫১৫ ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। আর ছেলেদের জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ২ হাজার ৬৩০টি।

বরিশাল শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এবার বিভাগের ছয় জেলার এক হাজার ৪৮৯টি স্কুল থেকে ৮৮ হাজার ৮৪৫ জন পরীক্ষায় অংশ নেয়। মধ্যে ১৯৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৮৭ হাজার ৭৩৪ জন। পাস করেছে ৭৮ হাজার ১৯৭ জন।

পরীক্ষায় ৫১ জনকে বহিষ্কৃত করা হয়। এর মধ্যে ছেলেদের সংখ্যা মেয়েদের দ্বিগুণেরও বেশি।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, গত বছরের চেয়ে পাসের হার ও জিপিএ-৫ তেমন কমেনি। তবে এবার ফলের গুণগত মানের উন্নতি ঘটেছে।

তিনি বলেন, এবার বোর্ডের অধীনে বরিশাল কেন্দ্রীয় কারাগারে বসে তিনজন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। যতদূর জেনেছি, তারাও পাস করেছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মে ১২, ২০২৪
এমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।