ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা: শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৯৩তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় আবাসিক হল বন্ধ থাকবে। সিন্ডিকেট সভা শেষে বিষয়টি জানা যায়।

জানা যায়, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও হলসমূহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে আলাপ-আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করতে দুইটি কমিটি গঠন করা হবে। একটা শিক্ষকদের দাবি-দাওয়ার বিষয়ে এবং অন্যটি ২৮ এপ্রিলের ঘটনা তদন্তে। তবে গুচ্ছের ভর্তি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।