ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি অধ্যাপক জিয়া রহমান আর নেই

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
ঢাবি অধ্যাপক জিয়া রহমান আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অপরাধবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৩ মার্চ) ভোর পৌনে চারটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

 

বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ও তার সহকর্মী অধ্যাপক ড. মো. বিললাল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, রাতে সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তির বিষয়ে কাজ করার সময় স্যারের অসুস্থতার কথা শুনি। পরে তাকে হাসপাতালে নেওয়ার খবর পাই। সেখানেই তিনি মারা যান। জানাজা কখন হবে, তা এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা এখানেই আছি।  

বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ