ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

খুকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে বিজয়ী হলেন যারা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
খুকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে বিজয়ী হলেন যারা  সভাপতি ড. মো. আসাদুজ্জামান মানিক ও সম্পাদক ড. মোহাম্মদ আশিকুল আলম

খুলনা: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে শিক্ষক সংগঠন নীল দল মনোনীত প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। কমিটির সভাপতি পদে ড. মো. আসাদুজ্জামান মানিক ও সাধারণ সম্পাদক পদে ড. মোহাম্মদ আশিকুল আলম পুনরায় নির্বাচিত হয়েছেন।

 

বুধবার (২০ মার্চ) নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে সোমবার (১৮ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার কিশোর কুমার টিকাদার ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত অন্যান্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি বিদ্যুৎ মাতুব্বর, যুগ্ম-সম্পাদক দেবাশীষ পণ্ডিত; যুগ্ম-সম্পাদক রাকিবুল হাসান মো. রাব্বি; কোষাধ্যক্ষ অঙ্কুর চৌধুরী; গবেষণা, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক হুমায়রা ইয়াসমিন; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ড. জেসমিন আরা; মহিলা বিষয়ক সম্পাদক মীর রিফাত জাহান উষা; সমাজকল্যাণ সম্পাদক কাজী মৌসুমি আক্তার।  

এছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন- আফসানা ইয়াসমিন, প্রসেনজিৎ সরকার, রাসমিয়া সুলতানা, পূজা রায় ও সাবিনা আলিম।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
এমআরএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ