ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

জবিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, পরিবেশ থমথমে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
জবিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, পরিবেশ থমথমে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): শিক্ষক-সহপাঠীকে অভিযোগ করে শিক্ষার্থী ফাইরুজ অবন্তীকার আত্মহত্যার ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভের পর ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর অবস্থা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

শনিবার (১৬ মার্চ) ক্যাম্পাসে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকেল তিনটায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হলেও শিক্ষার্থীদের কোথাও জড়ো হতে দেখা যায়নি। ক্যাম্পাসে মানুষজনের আনাগোনা কম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিউটন হাওলাদার বলেন, বিকেলে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। তাই যেকোনো অপ্রীতিকর অবস্থা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীরা যদি শান্তিপূর্ণভাবে তাদের মানববন্ধন শেষ করে তাহলে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহমর্মিতা জানাব।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ