ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে ছিল মোবাইল ফোন-ব্লুটুথ হেডফোন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে ছিল মোবাইল ফোন-ব্লুটুথ হেডফোন প্রতীকী ছবি

রাজশাহী: রাজশাহীতে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) রাজশাহী কলেজিয়েট স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সচিব ড. নূরজাহান বেগম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, এসএসসি পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন ও একটি ব্লুটুথ হেডফোন পাওয়া যায়। এসব ব্যবহার করে পরীক্ষায় সে অসদুপায় অবলম্বনের চেষ্টা করেছিল। তাই তাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত পরীক্ষার্থী রাজশাহীর প্যারামাউন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। এটি রাজশাহীর একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা ছিল।  

বিভাগের আট জেলায় মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৮২ হাজার ৮৭৬ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছে এক লাখ ৮১ হাজার ৪৪৪ জন। এ দিন শুধু কেবল একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। অনুপস্থিত ছিল এক হাজার ৪৩২ জন।

রাজশাহীর আট জেলার ২৬৬টি কেন্দ্রে এদিন পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
এসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।