ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

মন্ত্রীকে এসএমএস, আমার ছেলের জন্য কিছু করা যায় কিনা!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
মন্ত্রীকে এসএমএস, আমার ছেলের জন্য কিছু করা যায় কিনা! শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

ঢাকা: চলতি বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় নিজেদের ছেলে মেয়েকে চান্স পাইয়ে দেওয়ার জন্য অভিভাবকেরা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে এসএসএস পাঠিয়েছেন। তাতে বলা হয়, ‘কিছু করা যায় কিনা দেখবেন প্লিজ’।

 

অভিভাবকদের এমন অনৈতিক অনুরোধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন শিক্ষামন্ত্রী।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সেই ক্ষোভের কথা জানান তিনি।  

তিনি বলেন, এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক অভিভাবক আমাকে মোবাইল ফোনে এসএমএস করেছেন। তারা তাদের ছেলে-মেয়ে অথবা পছন্দের প্রার্থীর রোল নম্বর পাঠিয়েছেন। কেউ লিখেছেন, কিছু করা যায় কিনা দেখবেন। আবার কেউ লিখেছেন কিছু করার অনুরোধ রইলো।

এই আবদারে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী বলেন, সবক্ষেত্রে আমরা মানুষের দোষ খুঁজি। সরকারের দোষ খুঁজি, দায়িত্বপ্রাপ্তদের দোষ খুঁজি। কিন্তু আমাদের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে। অভিভাবকরা এমন অনৈতিক আবদার করেন কীভাবে? 

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
এমআইএইচ/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ