ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

শাহবাগে সাংবাদিকের উপর সঙ্ঘবদ্ধ হামলায় ডুজার নিন্দা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
শাহবাগে সাংবাদিকের উপর সঙ্ঘবদ্ধ হামলায় ডুজার নিন্দা

রাজধানীর শাহবাগ মোড়ে ফুলের দোকানগুলোতে সংবাদ সংগ্রহের সময় দোকান কর্মচারী কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) তিন সদস্যের ওপর হামলা ও মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডুজা।  

একইসঙ্গে, হামলায় জড়িতদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিতের দাবিও জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ডুজার সভাপতি আল সাদী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুজাহিদ মাহি এক সংবাদ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

এই ঘটনায় সম্পৃক্তদের বিচার দাবি করে নেতৃবৃন্দ বলেন, যে বা যারাই ঘৃণ্যতম এই হামলার সঙ্গে জড়িত ছিল তাদের সকলকেই অতি দ্রুত গ্রেফতার করে আইনানুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।