ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির সাংবাদিকতা বিভাগ

যৌন নিপীড়নের অভিযোগে শ্রেণিকক্ষে তালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
যৌন নিপীড়নের অভিযোগে শ্রেণিকক্ষে তালা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানসিক হেনস্তার অভিযোগে তার কক্ষ ও শ্রেণিকক্ষে তালা দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।  

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিভাগে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

দুপুরে শিক্ষক নাদির জুনাইদের কক্ষ ও বিভাগের শ্রেণিকক্ষে তালা দেন তারা।  

পরে সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে মধুর ক্যান্টিন, ক্যাম্পাস শ্যাডো, প্রশাসনিক ভবন হয়ে উপাচার্যের বাসভবন পর্যন্ত মিছিল করেন শিক্ষার্থীরা।  

শিক্ষার্থীরা বলছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরে যাবেন না।  

এর আগে গত রোববার সকালে উপাচার্য বরাবর সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দেন একই বিভাগের এক নারী শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।