ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

মধুর ক্যান্টিনে ছাত্রলীগের মারামারি, বহিষ্কার ৪

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
মধুর ক্যান্টিনে ছাত্রলীগের মারামারি, বহিষ্কার ৪

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): মধুর ক্যান্টিনে ছাত্রলীগের দুই গ্রুপে মারামারির ঘটনায় চারজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন- মাশফিউর রহমান, ফিরোজ আলম অপি, আব্দুল্লাহ আল মারুফ ও নিঝুম ইফতার।

তারা সবাই বিজয় একাত্তর হলের ছাত্রলীগ কর্মী।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে দুপুর একটায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের পেছনে দাঁড়ানোকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ও মাস্টার দা সূর্যসেন হল শাখার ইনানের অনুসারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় সূর্যসেন হলের উপদপ্তর সম্পাদক কামরুল হাসান গুরুতর আহত হন। এছাড়া সাইদুর রহমান শান্তসহ আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।