ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

জাপান যাচ্ছেন খুবির ৯ শিক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
জাপান যাচ্ছেন খুবির ৯ শিক্ষার্থী

খুলনা: সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে জাপান যাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের শিক্ষার্থীদের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল।

বুধবার (১৭ জানুয়ারি) প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে তারা এই এক্সচেঞ্জ প্রোগ্রামে একান্ত সহযোগিতার জন্য উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় উপাচার্য তাদের জাপানযাত্রার জন্য শুভ কামনা জানিয়ে বলেন, উচ্চশিক্ষার জন্য ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, তুরস্ক, ইরান, জার্মানি, ভারতসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের কোলাবরেশন, শিক্ষার্থী এক্সচেঞ্জসহ যৌথ গবেষণার কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া উন্নত বিশ্বের আরও অনেক বিশ্ববিদ্যালয় আগ্রহ প্রকাশ করছে। এই এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ইয়ামানশি এর মধ্যে যৌথ গবেষণা, একাডেমিক এক্সচেঞ্জ এবং যৌথ কর্মশালা আয়োজনের দ্বার উন্মোচন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রোগ্রামে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন সৌরভ বর্মণ, আনিন হাসান, সুমন রায়, আল-হেলাল, দীপাঞ্জনা রায় চৌধুরী, তাসফিয়া তাহসিন, আসফিয়া আফরিন, মাহমুদুল হাসান আবিদ এবং ইফফাত আরা তালিন। এ প্রতিনিধি দলের টিম লিডার হিসেবে রয়েছেন ইসিই ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. শামীম আহসান।

প্রতিনিধি দলের সদস্যরা জাপান বিজ্ঞান ও প্রযুক্তি এজেন্সি (জেএসটি) এর আমন্ত্রণ ও অর্থায়নে সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় আগামী ২৮ জানুয়ারি থেকে ০৩ ফেব্রুয়ারি পর্যন্ত জাপানের ইউনিভার্সিটি অব ইয়ামানশিতে বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করবেন। উক্ত এক্সচেঞ্জ প্রোগ্রামে শিক্ষক ও শিক্ষার্থীরা ফিউচার অপটিক্যাল এন্ড ওয়ারলেস কমিউনিকেশন টেকনোলজির বিষয়ে জাপানের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবেন যা ভবিষ্যতে বাংলাদেশের আইসিটি সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা,জানুয়ারি ১৭,২০২৩
এমআরএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।