ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সোমবারের অনলাইন ক্লাস বাতিল করল ইবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
সোমবারের অনলাইন ক্লাস বাতিল করল ইবি

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাপ্তাহিক সোমবারের অনলাইন ক্লাস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ২২ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এখন থেকে সোমবারের ক্লাস এবং পরীক্ষাসমূহ সশরীরে অনুষ্ঠিত হবে।  

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২২ জানুয়ারি থেকে পূর্ব নির্ধারিত সোমবারের অনলাইন ক্লাস সশরীরে চলবে এবং পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো নির্ধারিত রুটে যথারীতি চলাচল করবে।  

এর আগে, ২০২৩ সালের ৩০ জুলাই বৈশ্বিক পরিস্থিতি, উন্নয়ন প্রকল্পের ব্যয়, জ্বালানি ও বিদ্যুৎ খাতে সাশ্রয়ের লক্ষ্যে প্রতি সপ্তাহের ‘সোমবার’ অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।