ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি থেকে তিনটি অকেজো ককটেল উদ্ধার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ঢাবি থেকে তিনটি অকেজো ককটেল উদ্ধার

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনে থেকে তিনটি অকেজো ককটেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক সোয়া ৮টায় এটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, ওরা ককটেল বিস্ফোরণ করতে চেয়েছিল। কিন্তু এগুলো অকেজো ককটেল। আমরা মাত্র স্থান থেকে এলাম। আতঙ্কিত হওয়ার কিছু নেই।  

আগের বিস্ফোরণকারীদের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে আগের বিস্ফোরণকারীদের শনাক্ত করা হয়েছে। বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখছেন।  

শুক্রবার এবং গত ২৭ ডিসেম্বর একই এলাকায় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও ভিসি চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।  

বাংলাদেশ সময়: ০৮২৪ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।