ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন ১৮ জানুয়ারি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
শাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন ১৮ জানুয়ারি

শাবিপ্রবি, (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ জানুয়ারি। বুধবার (০৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মুনশী নাসের ইবনে আফজাল।



নির্বাচনের তফসিল অনুযায়ী, ৩ জানুয়ারি বিকেল ৪টার মধ্যে ভোটার তালিকার খসড়া প্রকাশ, ৮ জানুয়ারি খসড়া সংশোধন, ৯ জানুয়ারি বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১০ জানুয়ারি বিকেল ৩টার মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, ৪টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ১১ জানুয়ারি দুপুর ২টায়। প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১৪ জানুয়ারি দুপুর ১২টা এবং একই দিন বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে। সবশেষে ১৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ