ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

নন-ক্যাডার থেকে কারিগরিতে ৮৯৩ জনকে নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
নন-ক্যাডার থেকে কারিগরিতে ৮৯৩ জনকে নিয়োগ

ঢাকা: দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ধারাকে আরো বেগবান করতে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানে ৪০তম বিসিএস নন-ক্যাডার থেকে সুপারিশকৃত মোট ৮৯৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে নিয়োগপ্রাপ্তদের পদায়ন করে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সুপারিশকৃতদের মধ্যে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের লেকচারার একজন, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর চারজন, পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর ১১১ জন, টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর ৫১৪ জন এবং পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ও ওয়ার্কশপ সুপার পদে ২৬৩ জন নিয়োগ প্রাপ্ত হয়েছেন।  

কারিগরি বিভাগ জানায়, এ খাতে শিক্ষক সংকট দূর করতে সরকার এর আগেও কয়েক দফায় শিক্ষক নিয়োগ করেছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৪
এমআইএইচ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।