ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাকা বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ-৫ পেল ২৩৬ জন, পাস ১৪৯

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
ঢাকা বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ-৫ পেল ২৩৬ জন, পাস ১৪৯

ঢাকা: চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের উত্তরপত্র চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

এতে দুই হাজার ২০৮ জন শিক্ষার্থীর দুই হাজার ২৩৭ বিষয়ের গ্রেড পরিবর্তন হয়েছে। অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছেন ১৪৯ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৩৬ জন শিক্ষার্থী।

দুই লাখ ৭১ হাজার ৩৩৫টি বিষয়ের জন্য ৬৫ হাজার ৬৯৩ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন বলে বোর্ড সূত্রে জানা গেছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। এবার ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

ফল প্রকাশের পরদিন গত ২৭ নভেম্বর ফল পুনঃনিরীক্ষা বা উত্তরপত্র চ্যালেঞ্জের আবেদন শুরু হয়।  

শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে এসএমএসের মাধ্যমে ও নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন। শিক্ষার্থীরা অনলাইনে নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ফল জানতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
এমআইএইচ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।