ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কলেজকর্মীদের শীতবস্ত্র উপহার দিলেন শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
কলেজকর্মীদের শীতবস্ত্র উপহার দিলেন শিক্ষার্থীরা

কুমিল্লা: নিজ কলেজের কর্মীদের শীতবস্ত্র উপহার দিয়েছেন শিক্ষার্থীরা।  

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের একটি মিলায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই উপহার দেওয়া হয়।

 
শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন ভিক্টোরিয়া কলেজ শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান।  

অতিথি ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ ইউনুছ মিঞা, শিক্ষা সংবাদ সম্পাদক মামুনুর রশিদ, সাংবাদিক মহিউদ্দিন মোল্লা, তৈয়বুর রহমান সোহেল ও মোহাম্মদ শরীফ। অনুষ্ঠান সমন্বয় করেন ভিক্টোরিয়া কলেজ শাখা ইউনিটের আহ্বায়ক মেহেদী হাসান সাকিব এবং প্রেসিডেন্ট মাইনুলসহ অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, কুমিল্লা জেলা শাখায় ৬০০ কম্বল বিতরণ করা হবে। তার অংশ হিসেবে ভিক্টোরিয়া কলেজের ২৫ জন পরিচ্ছন্নতাকর্মীকে হুডি এবং ১০ জনকে কম্বল উপহার দেওয়া হয়েছে।

কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, শিক্ষার উদ্দেশ্য মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের চাঁদায় কলেজের কর্মীদের শীতবস্ত্র উপহার দিয়েছে। তাদের মানবিক কাজ আমি আপ্লুত।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।