ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

ইউজিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি আনোয়ার, সম্পাদক শাহাদৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
ইউজিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি আনোয়ার, সম্পাদক শাহাদৎ

ঢাকা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির চতুর্থ সাধারণ নির্বাচনে মো. আনোয়ার হোসেন সভাপতি এবং শাহাদৎ হোসেন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ইউজিসি ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।  

ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. নাসির উদ্দন। নির্বাচনে ১৮৩ জন ভোটারের মধ্যে ১৮২ জন ভোট দেন।  

কমিটির অন্য নির্বাচিত সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. লিটন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম জীবন, কোষাধ্যক্ষ মো. বাবু হোসেন, প্রচার সম্পাদক মো. জাকির হোসেন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইব্রাহীম সরদার।  

নয় সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে বলে জানায় ইউজিসির জনসংযোগ বিভাগ।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
এমআইএইচ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।