ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

এপিএ মূল্যায়নে শীর্ষে থাকতে চায় শাবিপ্রবি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এপিএ মূল্যায়নে শীর্ষে থাকতে চায় শাবিপ্রবি

শাবিপ্রবি (সিলেট): বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে থাকতে চায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।  

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডারদের নিয়ে আয়োজিত অবহিতকরণ সভায় এ আশা ব্যক্ত করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি হচ্ছে একটি সমন্বিত কর্মপ্রক্রিয়া। সারা বছরের বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও দপ্তরের কার্যক্রমগুলো ত্রৈমাসিক ভিত্তিতে নিদিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে উপস্থাপন করতে হয়। সেজন্য বিশ্ববিদ্যালয়ের সব তথ্যের হালনাগাদ আপনাদের ওপর নির্ভর করবে।  

তিনি বলেন, সবার সহযোগিতায় এবার এপিএ মূল্যায়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমরা দ্বিতীয় অবস্থানে ছিলাম। আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে আমরা শীর্ষ অবস্থানে চলে যাব। তাই আপনাদের সঠিক সময়ে কাজের প্রমাণসহ তথ্য জমা দিতে হবে।  

অনুষ্ঠানে এপিএ'র ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।  

এতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, ইনস্টিটিউটের পরিচালক, দপ্তর প্রধানরা অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।