ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

শিক্ষা

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি কাল, ক্যাডার পদে সর্বোচ্চ 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি কাল, ক্যাডার পদে সর্বোচ্চ 

ঢাকা: সর্বোচ্চসংখ্যক শূন্য পদের বিপরীতে নিয়োগ দিতে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানিয়েছে পিএসসি সূত্র।

পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ক্যাডার পদে তিন হাজার ১০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে। পাশাপাশি ওই বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার পদও উল্লেখ থাকবে। নন-ক্যাডার পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হতে পারে। এরআগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শূন্যপদের চাহিদা পিএসসিতে পাঠিয়ে দেওয়া হয়।

বিসিএস নিয়োগ পরীক্ষায় জট এড়াতে প্রতিবছর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেয় পিএসসি। তারই ধারাবাহিকতায় এবার এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এমআইএইচ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।